প্রকাশিত: Fri, Jul 7, 2023 10:29 PM
আপডেট: Mon, May 12, 2025 10:43 PM

[১]দ্য হিন্দুর প্রতিবেদন: আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় বিজেপি

আখিরুজ্জামান সোহান: [২]এই বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ‘ব্রিকস পলিটিক্যাল পার্টিস প্লাস’ সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে সনতা পার্টি (বিজেপি)। একই সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াতে চায় ভারতের ক্ষমতাসীন দল। দ্য হিন্দু

[৩] বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা জানান, অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকের আয়োজন করা হবে। 

[৪] বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে আয়োজিত ‘বিজেপিকে জানুন’ শীর্ষক এক সভায় মতবিনিময়কালে জেপি নাড্ডা এ কথা জানান।

[৫] এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিকরা অংশ নেন। 

[৬] বিজেপির সূত্র জানিয়েছে,  ‘ব্রিকস পলিটিক্যাল পার্টিস প্লাস’ সংলাপে অংশগ্রহণ তাদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। আর ঐতিহাসিকভাবেই ভারতীয় জাতীয় কংগ্রেসের (আইএনসি) সঙ্গে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

[৭] ব্রিকসের পলিটিক্যাল পার্টির সম্মেলনে বিজেপির অংশগ্রহণ আওয়ামী লীগ তথা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ জোটটির দক্ষিণ আফ্রিকা শীর্ষ সম্মেলনে বাংলাদেশের ব্রিকস সদস্য পদের বিষয়টি আলোচিত হতে পারে। ফলে বিজেপির সঙ্গে তার আগেই যদি আওয়ামী লীগের ভালো বোঝাপড়া তৈরি হয় তবে তা ব্রিকস সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে ভারত সরকারের ইতিবাচক মনোভাব প্রকাশে সহায়ক হতে পারে।

[৮] জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব